দৈনন্দিন
৩
পড়ার টেবিলে মোটা-মোটা বই, পাতা কোণাচে মোড়া
সামনে খোলা লেখার খাতা,
বইঘরের দরজা আবছা ভেজানো, পিঠ ঘুরনো দরজার দিকে।
চশমা নাকের গোড়ায়.....কত যেন নিবিষ্ট পাঠে !
অথচ.....
সমস্ত শরীর-মন
টান-টান
তোমার অপেক্ষায়।
তোমার আসার কথা ছিল।
এলে।
সামনে এসে দাঁড়ালে খানিকক্ষণ,
ডেকে উঠলে কি একবার ?
খুব আস্তে ?
এলোমেলো চুলে ঢাকা ছিল শ্রবণেন্দ্রিয়.....শুনতে পাইনি তাই !
হাতে করে কি নিয়ে এলে ?
টুপটাপ ঝরে পড়ল খোলা খাতার পাতায় ।
টের পেলাম হৃৎপিণ্ডের রক্তস্পন্দন.....
কিন্তু,
যদি শিশির হয়ে গড়িয়ে যেতে খোলা ঘাড় বেয়ে,
কাঁধ হয়ে নেমে আসতে হাতের পাতায়
আমার এতখানি আয়োজনও সম্পূর্ন হয়ে উঠত।
খোলা দরজা দিয়ে কেন সামনে এসে দাঁড়ালে?
চমকে উঠব বলে তো তৈরি ছিলাম !