Sunday, April 15, 2018

সন্ধান

কথা ছিল আগলে রাখার
হারিয়েছি তোর খোঁজ,
ছদ্মবেশী নাশক শানায়
স্ব-মাংসের ভোজ।

ন-মাস তো অল্প সময়
রাত্রি-কাটা ভোর
সাতটা দিনের নরকবাসেও
খোঁজ পাইনি তোর।

বনের মায়া ঢেকেছিল
আট বছরের শব
দৈব হাতে রক্ত ছিল
পাথুরে শৈশব।

এখনও তাই তোকেই খুঁজি
নাড়ির টানে টানে
নিঘুম চোখে চিলতে বাঁচে
স্বপ্ন দেখার মানে।