Thursday, May 1, 2014

জলছবি

যদি
     বৃষ্টি হই---
তোমার আদরে রামধনু হয়ে উঠব ভোরের আকাশে।
যদি
   শিশির হই---
ঘাসের বুকে জ্বলে থাকব তোমার ঘ্রাণে।
যদি
   চাতক হই---
দু'ডানায় তৃষ্ণা ভরে চেয়ে থাকব তোমার পৃথিবীতে।
     চাতক হতে পারি,যদি  চাঁদ হও
     শিশির হতে পারি,যদি পদ্ম হও।
     বৃষ্টি হতে পারি,
                                যদি  
                               তুমি                
                          আকাশ হও।

No comments:

Post a Comment